পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করতে গেলে হামলার শিকার হন। এতে এএসআইসহ সাত পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পালপাড়া বাজারের ইজারা নিয়ে স্থানীয় সোহাগ মাঝি ও মফিজুলের মধ্যে বিরোধ চলছে।
গতকাল বুধবার রাতে পূর্ব শত্রুতার জেরে সোহাগ মাঝি ও তার অনুসারীরা মফিজুলের ওপর দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ সময় হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও অতিরিক্ত বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে এএসআই জহির, এএসআই রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, সাইফুল ইসলামসহ সাত পুলিশ সদস্য আহত হন এবং গুরুতর আহত হন মফিজুল নামে একজন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কনস্টেবল রানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে আমিনুল হক চৌধুরী (৪৮), পলাশ হাওলাদার (২৩) ও রমজান আলী (৮০) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ৭:৩৬ অপরাহ্ণ