বরিশালে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ৭:১৯ অপরাহ্ণ

“আমি কন্যাশিশুর-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বরিশালে কন্যাশিশু ও মা সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বরিশাল সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কন্যাহীন পিতা কখনো পিতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে না। কন্যাশিশু না থাকলে জীবনে পরিপূর্ণতা পাওয়া যায় না। কন্যাদের উপযুক্ত সম্মান ও মর্যাদা দিতে হবে, তাদেরকে বোঝা নয় সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।” তিনি আরও বলেন, কন্যাশিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিক্ষা ও সমান সুযোগ সুবিধা দেওয়া এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি সতর্ক করে বলেন, “একটি বাল্যবিবাহ সারাজীবনের কান্না। বাল্যবিবাহকে লাল কার্ড দেখাতে হবে। একজন কন্যাশিশুও যাতে বাল্যবিবাহের শিকার না হয়, সেটাই হোক আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন।

কন্যাশিশুদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখে তাসফিয়া সিদ্দিকা, শাহরিল আক্তার ও নুসাইবা ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ব্র্যাক-এর পক্ষ থেকে ১৮ বছর পূর্ণ হওয়া ২১ জন কন্যাশিশুকে গ্র্যাজুয়েট সম্মাননা প্রদান করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন