বরিশালে ৭ দফা দাবীতে প্রতিবন্ধীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ৭:১৬ অপরাহ্ণ

জীবন ধারনের নূন্যতম উপাদান ব্যবস্থা করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বরিশাল মূক-বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদ।

বুধবার (৮ অক্টোবর) সকালে বরিশাল অশ্বিনীকুমার হল চত্বরে এই অায়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বরিশালের মূক-বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের সদস্য রা।

এসময় উপস্থিত ছিলেন, মূক – বধির সংঘের সভাপতি মোঃ আজিম হোসেন, সাধারন সম্পাদক আবু সুফিয়ান রুম্মান সহ বাকি সদস্যরা। সংগঠনের পক্ষে দোভাষী হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ মিয়া।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, বরিশালে অনেক বধির আছে!অনেক শিক্ষিত লোক ও আমাদের মাঝে আছে।আমাদেরকে আমাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিক। সরকারের কাছে তো কাজ চাই। আমাদের নিরাপত্তা চাই।

বক্তারা আরো বলেন,গনপরিবহনে আমাদের ভাড়া হাফ নেয় না।আমরা সরকার থেকে কোনো সাহায্য পাইনা। আমাদের যদি চাল দিতো, নিজেদের জন্য একটা জায়গা দিতো তাহলে আমরা খুব উপকৃত হতাম।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন