ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ২২ দিনের চলমান মা ইলিশ রক্ষা অভিযানে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কঠোর নজরদারি চালাচ্ছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সরকারি নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়ন করতে কোস্ট গার্ডের সদস্যরা এ দুইটি নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
আজ বুধবার (৮ অক্টোবর) সকালে অভিযানের অংশ হিসেবে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ভোলার খাল, তুলাতুলিসহ বিভিন্ন মাছঘাটে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছে তারা।
পাশাপাশি দ্রুতগামী স্পিডবোট নিয়ে মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট মো. মোত্তাকিন সিদ্দিকী।
তিনি আরো জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। বিধিনিষেধ কার্যকর করতে উপকূলীয় ও নদীর তীরবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি দিন-রাত টহল কার্যক্রম চলমান রয়েছে।
পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে অভিযানকালীন আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। মা ইলিশ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ৪ দিনে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড সদস্যরা। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হয় জেল ও জরিমানা।

ভোলা প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ৭:০৪ অপরাহ্ণ