উজিরপুরে গরু চোর ধরতে গিয়ে পিকআপচাপায় নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ৬:৫৫ অপরাহ্ণ

বরিশালের উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের ধরতে গিয়ে পিকআপভ্যানের চাপায় মো. সাগর মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ি এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী।

নিহত উজিরপুর উপজেলার সাকরাল এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে সাকরাল গ্রামের মো. আনিছ হাওলাদারের খামার থেকে গরু চুরি করছিল একটি চোরচক্র। তারা একটি পিকআপভ্যানে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান স্থানীয়রা।

এ সময় সাগর মোল্লা, নাঈম হাওলাদার (২৫) ও মো. কাওছার হাওলাদার মোটরসাইকেলে করে পিকআপটিকে ধাওয়া করেন। তারা বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় পৌঁছলে চোরচক্রের পিকআপটি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর মোল্লাকে মৃত ঘোষণা করেন।

আহত নাঈম ও কাওছারকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন