পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নে বেলাল মাদবর নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নিহত বেলালের কর্মস্থল স্থানীয় মরিচবুনিয়া সালেহিয়া মাদ্রাসার সামনে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় নিহত বেলালের মাত্র ৬ মাসের শিশু কোলে কান্না বিজড়িত কন্ঠে স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি জানান স্ত্রী। মানববন্ধনে উপস্থিত বেলালের মা-বাবাসহ অন্যান্য বক্তারাও বেলাল হত্যাকান্ডের শিকার হয়েছেন জানিয়ে প্রশাসনের নিকট জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য প্রায় ১ মাস আগে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী বেলাল মাদবরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ৬:৪৭ অপরাহ্ণ