“তোমাদের স্বপ্ন দেখতে হবে বড়, যাতে সামান্য বিচ্যুতিতেও সফলতা ধরা দেয়”— কিশোরীদের উদ্দেশে এমনই অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আয়োজনে “স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মিজ দিলারা খানম।
ব্র্যাক ২০২৩ সাল থেকে ঝালকাঠির চারটি উপজেলায় ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। গত ২৭ মাসে ২৭টি জীবন দক্ষতা প্রশিক্ষণ শেষে যারা আঠারো বছরে পদার্পণ করেছে, তাদের “স্বপ্নসারথি গ্র্যাজুয়েট” হিসেবে সনদ ও সম্মাননা দেওয়া হয়।
এ বছর জেলায় ১৩০ জন কিশোরী আঠারো বছরে পৌঁছেছে। এর মধ্যে সদর উপজেলার ৩৩ জনকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্র্যাজুয়েট কিশোরীরা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সবাইকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে ব্র্যাকের জেলা কোঅর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদ, জোনাল ম্যানেজার মো. আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার ও অফিসার হাসিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ । ৮:২০ অপরাহ্ণ