বরিশালে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ । ৬:৪৬ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় বরিশালেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” — এই প্রতিপাদ্যে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ এবং সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরিশালের যৌথ আয়োজনে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে সকালে নগরীর সার্কিট হাউস চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু সন্তান জন্ম দিলেই দায়িত্ব শেষ নয়— তাদের সামাজিক, ধর্মীয় ও মানবিক গুণাবলী শেখাতে হবে। বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার শিক্ষা পরিবার থেকেই শুরু করতে হবে।”

তিনি আরও বলেন, “একক পরিবারের প্রথা পরিহার করতে হবে। বাবা-মাকে সঙ্গে নিয়ে বসবাস করলেই পারিবারিক বন্ধন দৃঢ় হয়। দাদা-দাদির সান্নিধ্যে সন্তান বড় হলে তাদের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও মূল্যবোধ গড়ে ওঠে।”

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান বরিশালের সভাপতি মো. নূরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.কে.এম. আখতারুজ্জামান তালুকদার।

অনুষ্ঠানে বিভিন্ন প্রবীণ কল্যাণ সংগঠনের প্রতিনিধি, সমাজসেবী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন