আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা” প্রচার ও জনগণের মাঝে তুলে ধরতে বরিশালে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) বেলা ১২টার দিকে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রমের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক হুইপ ও সাবেক সিটি মেয়র, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়—এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিকনির্দেশনা। দেশের প্রতিটি মানুষকে এই দফাগুলো সম্পর্কে জানতে হবে এবং দেশের উন্নয়ন ও পরিবর্তনে অংশ নিতে হবে।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে বিএনপির রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা তুলে ধরা এবং গণজাগরণ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ । ৬:৪২ অপরাহ্ণ