নলছিটিতে বাস–মোটরসাইকেল সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

ঝালকাঠি প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ । ৮:২৫ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন নিহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) বিকালে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগতির বাস ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ওই শিক্ষক গুরুতর আহত হন এবং সংঘর্ষের পরপরই বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত মোটরসাইকেল চালক মো. তোফাজ্জল হোসেনকে উদ্ধার হাসপাতালে নিলে সেখানে মারা যায়। তিনি ঝালকাঠি সদরের নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, বাস–মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন