র‍্যাবের অভিযানে পটুয়াখালীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ । ৮:০৪ অপরাহ্ণ

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ অভিযানে গলাচিপা থানার সদর রোডে দুটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (০৬ অক্টোবর ২০২৫) স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গোপাল স্টোর থেকে প্রায় ১ টন এবং নুপুর স্টোর থেকে প্রায় ২৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় দোকান মালিকরা পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে মজুদ ও বিক্রির জন্য নিষিদ্ধ পলিথিন রেখে দেন বলে র‌্যাব জানায়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোপাল স্টোরের মালিককে ১৫ হাজার টাকা এবং নুপুর স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব জানায়, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন