বরগুনায় ইয়াবাসহ ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

বরগুনা প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ । ৭:১৩ অপরাহ্ণ

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরসভার কোরক এলাকা ও কলেজ ব্রাঞ্চ রোডের পূর্ব প্রান্ত থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন; কোরক স্লুইজ এলাকার আবুল কালামের পুত্র মো. হাসান (৩২), পিটিআই সড়কের মো. কনু মিয়ার পুত্র মো. রিমন (২৮) এবং সোনালী পাড়ার হারুন অর রশিদের পুত্র মাহমুদুল হাসান ইমরান (২৮)।

তাদের কাছ থেকে মোট ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তালুকদার মো. ইন্তেজার হাসানকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, রিমনকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ৭ দিনের কারাদণ্ড এবং ইমরানকে ২ হাজার টাকা অর্থদণ্ডসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

 

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন