শাপলা প্রতীকের দাবিতে বরিশালে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ । ৭:০৯ অপরাহ্ণ

জাতীয় নাগরীক পার্টি (এনসিপি) এর প্রস্তাবিত প্রতীক শাপলার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৫ অক্টোবর) বিকেল ৫ টায় জাতীয় নাগরীক পার্টি এনসিপি বরিশাল জেলা ও মহানগর এর আয়োজনে নগরীর হাসপাতাল রোড ল কলেজের সামনে থেকে মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর ফজলুল হক এ্যাভিনিউ এলাকায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন,

এনসিপি শুরু থেকেই শাপলা প্রতীক দাবি করে আসলেও নির্বাচন কমিশন তা কর্ণপাত করছেনা৷ যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তবে তারা কঠোর আন্দোলনে যাবরন বলেও হুমিয়ারী দেন।

সমাবেশে দলটির দক্ষিনাঞ্চল সংগঠক আসাদ বিন রনি, বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা সহ অনান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন