ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ । ৬:৫১ অপরাহ্ণ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে আবারও যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ট্রাকচালকের নাম-পরিচয় জানা যায়নি।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উত্তরা যাচ্ছিল।

পথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন এবং বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে ছোট-বড় অসংখ্য যানবাহন আটকে পড়ে। পরে হাইওয়ে পুলিশ রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) ভোরে একই মহাসড়কের মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিলা নামের এক নারী ঘটনাস্থলেই মারা যান।

 

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন