বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ । ৬:৩৯ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আইয়ুব আলী সরদার নামের এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি বলেন, “গৃহবধূ ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমকে চিকিৎসা পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

মামলার সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের ১৯ বছর বয়সী এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (১৯)। গৃহবধূ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

এরপর গত ৩ অক্টোবর বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে আব্দুল্লাহ সরদার, আইয়ুব আলী সরদার ও আরও কয়েকজন অজ্ঞাত সহযোগী মিলে বাদীর বসতঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ৪ অক্টোবর রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় দুইজন নামধারীসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে আইয়ুব আলী সরদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

পুলিশ জানায়, মামলার প্রধান আসামি আব্দুল্লাহ সরদারসহ পলাতক অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন