যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা ও লাশ গুমের মামলায় বরিশালে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৫ অক্টোবর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর বিচারক মোহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি সোহরাব হোসেন আকনকে(৩৫) এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ডিসেম্বর মাসের এক রাতে বরিশালের মুলাদী উপজেলার তয়কা গ্রামে দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমাকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে হত্যা করে লাশ গুম করেন আসামি সোহরাব হোসেন আকন। পরদিন নিহতের বড় বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) জুবাইর আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামি সোহরাব হোসেন আকনের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তিনি তার আরেক স্ত্রী মিলি বেগমকেও গর্ভবতী অবস্থায় হত্যা করে লাশ গুম করেছিলেন।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ । ৬:৩৬ অপরাহ্ণ