বাউফলে ট্রলারসহ তরমুজ ডাকাতির মূল হোতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ৬:৩৫ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফলে ট্রলারসহ এক কৃষকের ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতির মূল হোতা কামাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ভোলা জেলার দক্ষিণ দিগালদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে তরমুজ বোঝাই একটি ট্রলার গলাচিপা উপজেলার চর কাজল থেকে ছেড়ে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল।

ট্রলারে ৫ জন কৃষক ও আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের তরমুজ ছিল। তেঁতুলিয়া নদীর বাউফলের নাজিরপুর অংশে তাদের ঘিরে ধরে একটি ডাকাতদল। পরে তাদের মারধর করে তরমুজ বোঝাই ট্রলারটি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন।

স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান জানান, পুলিশের তদন্তের পাশাপাশি র‍্যাবের ছায়া তদন্তে জানা যায় ডাকাতির মূল পরিকল্পনাকারী কামাল হোসেন। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন