কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ৬:৩৩ অপরাহ্ণ

পিরোজপুরের কাউখালীর কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। দাবির স্বপক্ষে নদীতীরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা।

আজ শনিবার (৪ অক্টোবর) কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় কালিগঙ্গা নদী থেকে বালু ইজারাদারদের বিরুদ্ধে বেআইনিভাবে বালু তোলার অভিযোগ আনা হয়।

এ ব্যাপারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তুম আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, ইউপি সদস্য ফিরোজ খান, মোহাম্মদ আল-আমিন, সোনালী রানী, শাহানা বেগম, বিএনপি নেতা নজীর হোসেন, সিরাজ হোসেন, আব্দুর রব, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, কালিগঙ্গা নদী থেকে বালু ইজারাদাররা নির্দিষ্ট স্থান থেকে বালু না তুলে সয়না রঘুনাথপুর ইউনিয়নের নদীর গা-ঘেঁষে মাটিসহ বালু কেটে নিয়ে যাচ্ছে। ফলে নদীতীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে জনপদেও বসতি ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। বহু বসতিসহ ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে। বালু উত্তোলনে যেখানে ইজারা দেওয়া হয়েছে সেখান থেকে বালু তোলার দাবি জানানো হয়। এ ব্যাপারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানায় এলাকাবাসী।

 

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন