ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ অক্টোবর) উপজেলার কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। এ সময় ৮৫ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে শনিবার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় কুঞ্জেরহাট বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে ইলিশ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় ৬টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান-উজ্জামান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল উপস্থিত ছিলেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান জানান, মা ইলিশ রক্ষা অভিযানের ২২দিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।

ভোলা প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ৬:৩০ অপরাহ্ণ