স্টাফ রিপোর্টার : বরিশালে সৎ বাবার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সন্তানরা। ঐতিহ্যবাহী পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান লিবার্টি টেইলার্স-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ টেইলার্স নামকরণ করে দখলের পাঁয়তারা শুরু করেছেন। এ নিয়ে শুরু হয়েছে তীব্র পারিবারিক বিরোধ। শনিবার (৪ অক্টোবর)বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিবার্টি টেইলার্সের প্রতিষ্ঠাতা শাজাহান মিয়ার মেয়ে সাইফুন নাহার এ কথা বলেন।
পারিবারের স্বজনরা জানিয়েছেন, ১৯৬৯ সালে বরিশাল নগরীর হাসপাতাল রোডে প্রতিষ্ঠিত হয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান লিবার্টি টেইলার্স। প্রায়ত শাজাহান মিয়ার প্রতিষ্ঠিত ৫৬ বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুন নাহার বলেন, সম্প্রতি বরিশালের একটি পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত “বদলে গেছে টেইলাস” শিরোনামে বিজ্ঞাপনটি ঘিরেই শুরু হয় এই বিতর্ক। বিজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরিশালের সুপরিচিত ‘লিবার্টি টেইলার্স’-এর নতুন নাম এখন ‘বাংলাদেশ টেইলার্স’।
কিন্তু শাহজাহান মিয়ার সন্তানেরা বলেন, স্বাধীনতাপূর্বে তাদের পিতা শাহজাহান মিয়া “লিবার্টি টেইলার্স” প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালে তার মৃত্যু হলে স্ত্রী সাহিদা বেগম ব্যবসাটি চালিয়ে যান। এরপর শাহজাহান মিয়ার ভাই মতিউর রহমানের সাথে বিবাহ হয় সাহিদা বেগমের। ২০১৯ সালে সাহিদা বেগমের মৃত্যুর পর তার দ্বিতীয় স্বামী মতিউর রহমান অস্থায়ীভাবে দোকান পরিচালনার দায়িত্ব নেন।
সাইফুন নহার আরও বলেন, “মতিউর রহমান কখনোই পরিবারের উত্তরসূরি নন। তিনি গত দশ বছর ধরে ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, আয়-ব্যয়ের হিসাবও দেননি। এখন লিবার্টি টেইলার্সের নাম পাল্টে ‘বাংলাদেশ টেইলার্স’ করে পুরো ব্যবসাটি দখল করে নিয়েছেন।”
তিনি দাবি করে বলেন, মতিউর রহমান স্থানীয় প্রভাব ব্যবহার করে এককভাবে প্রতিষ্ঠানটির মালিকানা দাবি করছেন এবং লিবার্টির দীর্ঘদিনের সুনামকে কাজে লাগিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীণ বলে জানিয়েছেন সাইফুন নাহার।
এ ব্যাপারে মতিউর রহমান বলেন, “আমি সাহিদা বেগমের জীবদ্দশাতেই ব্যবসার দায়িত্ব পেয়েছিলাম। মৃত্যুর পরও পরিবারের সম্মতিতে দোকান পরিচালনা করছি। নাম পরিবর্তন করেছি ব্যবসার স্বার্থে, কোনো দখল বা প্রতারণার উদ্দেশ্যে নয়।”
স্থানীয় ব্যবসায়ী মহলে এই ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মনে করছেন, এটি পারিবারিক সম্পত্তি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আবার কেউ এটিকে “ঐতিহ্য দখলের চেষ্টার” ঘটনা বলে অভিহিত করছেন।

শাজাহান মিয়ার
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ৬:২১ অপরাহ্ণ