বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে পঞ্চমবারের মতো উপজেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মুহা. সিরাজুল হক এবং সেক্রেটারি মাওলানা মো শাহজাহান। এ সময় নবনির্বাচিত আমির ও সেক্রেটারিসহ ১১ সদস্য বিশিষ্ট সূরা ও কর্ম পরিষদ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (১ অক্টোবর) বিকেলে কমিটি ঘোষণার পরে নতুন কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।

মির্জাগঞ্জ প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ । ৭:০২ অপরাহ্ণ