জালিয়াতি মামলায় তালতলীর মাদরাসা সুপারসহ চারজন কারাগারে

আমতলী প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ । ৬:৫১ অপরাহ্ণ

বরগুনার তালতলী উপজেলার একটি বালিকা দাখিল মাদরাসার অফিস সহকারী নিয়োগকে কেন্দ্র করে ডিজির প্রতিনিধি ডক্টর আবুল কালাম আজাদের স্বাক্ষর জাল করার অভিযোগে দায়ের করা জালিয়াতি মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ইউসুফ আকন বাদী হয়ে মাদরাসার সুপার মাহবুবুল আলম নাসির, নিয়োগ কমিটির সভাপতি ও ছোটবগী কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ওরফে রাজা মাস্টার, নিয়োগ বোর্ডের সদস্য ও তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুন অর রশিদ এবং ভুয়া স্বাক্ষরে নিয়োগ পাওয়া অফিস সহকারী সিদ্দিকুর রহমানকে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তালতলী থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দেন। আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে থাকার পরে গত মঙ্গলবার তারা বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন