পিরোজপুরের বেকুটিয়ায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙে নিচে পড়ে গেছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি কুমিরমারা প্রান্ত থেকে বেকুটিয়া প্রান্তের দিকে যাচ্ছিল। এ সময় সেতুর প্রবেশমুখের গেট সংলগ্ন অংশে ধাক্কা দিলে রেলিংয়ের একটি অংশ নিচে পড়ে যায় এবং আরো কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার পরপরই পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভেঙে যাওয়া রেলিং দ্রুত সংস্কার করা হবে। আপাতত অস্থায়ীভাবে বেষ্টনী দেওয়া হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।’

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:২০ অপরাহ্ণ