বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালানো সেই ছাত্রলীগ নেতা জয় সাহা (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।
জয় সাহা বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর বেলতলা এলাকার যুগল কৃষ্ণ সাহার ছেলে। এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়ে যায় জয় সাহা।
থানা সূত্রে জানা যায়, রাইডার রাব্বি গ্রুপের সদস্য এই জয় সাহা। গত পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতা চেষ্টা করা মামলার ৬ নাম্বার আসামি জয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নগরীর মহসিন মার্কেট এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম জয়কে গ্রেফতার করে। এরপর ওইদিন রাত ৯টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৫৬ অপরাহ্ণ