বরগুনার পাথরঘাটায় সামাজিকমাধ্যমে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আলগীর শেখকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাকে আটক করা হয়। পরে এদিন দুপুরে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনির ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মো. আলমগীর শেখ চরদুয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেংরা গ্রামের লেহাজ শেখের ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,
মো. আলমগীর শেখের বিরুদ্ধে সামাজিকমাধ্যমে সরকার উৎখাতের লক্ষ্যে নানারকম প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। এ ছাড়া বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলা হয়।
ওই ঘটনায় ২০২৪ সালের ৩ অক্টোবর পাথরঘাটা থানায় ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ শ জনকে আসামি করে মামলা করেন সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনির ভাতিজা মো. সোলায়মান।

পাথরঘাাটা প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৫৭ অপরাহ্ণ