বরিশালে ১২ মৃৎশিল্পীকে সম্মাননা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : মৃৎশিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে বরিশালে ১২ জন মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সম্মেলন, মৃৎপণ্যের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে রাজশাহী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও বরিশাল বিভাগের ৬৫ জন মৃৎশিল্পী অংশ নেন।

অনুষ্ঠানে শরীয়তপুরের কালীপ্রসন্ন পালের হাতে আজীবন মৃৎশিল্পী সম্মাননা তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ওবায়দুল্লাহ শিল্পাচার্য জয়নুল আবেদিন। এ সময় তিনি বলেন, মৃৎপণ্য যেমন ঐতিহ্যবাহী, তেমনি পরিবেশবান্ধব। এ ব্যবহার বাড়লে মৃৎশিল্পীরাও উপকৃত হবেন।

অনুষ্ঠানে বক্তারা মৃৎশিল্প রক্ষা ও এর সৌন্দর্য বৃদ্ধিতে সরকারি উদ্যোগের দাবি জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক উদয় শঙ্কর বিশ্বাস বলেন, মৃৎশিল্পীদের টিকিয়ে রাখতে হলে আমাদের দৈনন্দিন জীবনে মৃৎপণ্যের ব্যবহার বাড়াতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সহযোগী অধ্যাপক আব্দুস সাত্তার তৌফিক, প্রবীণ চিত্রশিল্পী কাজী মোজাম্মেল হোসেন ও দীপঙ্কর চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সুশান্ত ঘোষ।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন