ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল সিটি কর্পোরেশনের মন্দিরগুলোতে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মতবিনিময় ও শুভেচ্ছাকালে এ কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, কোন দেশ প্রেমিক শক্তি ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করতে পারে না। প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার সাংবিধানিকভাবে স্মীকৃত। যার যার রাজনৈতিক দর্শন জনগণের সামনে উপস্থাপন করলে জনগণই ঠিক করবে তারা কাকে ভোট দিয়ে প্রতিনিধি হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এক্ষেত্রে যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করেন, তারা দেশপ্রেমিক হতে পারেন না।
আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মীয় বাস্ক গঠনের যে প্রচারণা চালাচ্ছেন তা দু:খজনক। বাংলাদেশের মানুষ ধর্ম প্রিয়, কিন্ত ধর্মান্ধ নয়। তাই আগামী নির্বাচনে ধর্মীয় বিভাজনের ফাঁদে জনগণ পা দেবে না।
সনাতন ধর্মাবলম্বীদের সকল উৎসবকে যেমন মুসলমানরা উৎসাহিত হয় তেমনি মুসলিমদের সব উৎসবেও তারা উৎসাহিত হয়ে পাশে থাকে। এই উৎসবকে রাজনৈতিক আদলে টেনে আনা উচিত নয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ বিএনপি’র নেতাকর্মীবৃন্দ।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৩১ অপরাহ্ণ