দশমিনায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

দশমিনা প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:৪০ অপরাহ্ণ

পটুয়াখালী দশমিনায় সুমাইয়া (১২) নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দশমিনা থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ রনগোপালদী গ্রামের নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমাইয়া ওই গ্রামের মানিক খানের মেয়ে ও আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন ঘরের আড়ার সাথে শিক্ষার্থী সুমাইয়াকে ঝুলতে দেখেন স্বজনরা। পরে, দশমিনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় শুনে ঘটনা স্থল থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় দশমিনা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন