ট্রাফিক আইন মেনে চলার আহ্বান বিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার ॥
প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৩২ অপরাহ্ণ

“ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন”—এই স্লোগানকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সদর রোডে বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, “সময় বাঁচাতে গিয়ে অনেকেই ট্রাফিক আইন ভঙ্গ করেন, যা অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। জীবনের চেয়ে দামী কিছু নেই। তাই সবাইকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। আমরা চাই বরিশাল নগরীকে যানজটমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে।” তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ট্রাফিক সপ্তাহ শুরু করেছি। পূজা মন্ডপ সংলগ্ন সড়কগুলোতে ট্রাফিক নজরদার বৃদ্ধি করা হয়েছে। অবৈধ যানবাহন রোধ, গতি নিয়ন্ত্রণ, হেলমেট পরিধান সহ ট্রাফিক পুলিশের যাবতীয় নিয়মাবলী পালনের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ করেছেন তিনি।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ট্রাফিক বিভাগ থেকে মালিক-চালকদের প্রতি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—রেজিস্ট্রেশনবিহীন কোনো যানবাহন রাস্তায় নামানো যাবে না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না।গাড়ির কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। বেপরোয়া গতি ও উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। যত্রতত্র গাড়ি পার্কিং, অহেতুক হর্ণ বাজানো ও ফুটপাত দখল কঠোরভাবে নিষিদ্ধ।এ্যালকোহল বা নেশাগ্রস্ত অবস্থায় কেউ গাড়ি চালাতে পারবে না। ট্রাফিক সিগন্যাল ও সাইন মেনে চলতে হবে।নগরীতে অবৈধ হলুদ অটো ও ব্যাটারি রিকশা প্রবেশ করতে পারবে না।

বিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, নির্দেশনা অমান্য করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করলে মালিক-চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপ পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ পুলিশ কমিশনার (উত্তর) সুকান্ত সরকার, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীনসহ বিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন