জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলা কোর্ট মসজিদ সংলগ্ন চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা সহকারী সেক্রেটারি জেনারেল ও পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আলমগীর হোসেন।
উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শাহজালাল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা বায়তুল মাল সেক্রেটারি মো. নজরুল ইসলাম সোহাগ এবং পটুয়াখালী জেলা সুরা সদস্য ও উপজেলা সাবেক আমীর মাওলানা মুহা. সিরাজুল হক।
সমাবেশ শেষে কোর্ট মসজিদ সংলগ্ন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন বাস ষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মির্জাগঞ্জ প্রতিনিধি :
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:০৭ অপরাহ্ণ