বরিশালের মেহেন্দীগঞ্জে বৃদ্ধ কৃষক ওয়াজউদ্দিন রাড়ী হত্যা মামলার প্রধান আসামি মোঃ বাবু ওরফে শিমুল রাড়ী (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ২টা ৫০ মিনিটের দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় র্যাব-৮ ও র্যাব-১ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত শিমুল রাড়ী বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার নয়াখালী গ্রামের মৃত সেকান্তর রাড়ীর ছেলে।
র্যাবের মিডিয়া সেল জানায়, প্রায় দুই বছর আগে কৃষক ওয়াজউদ্দিন রাড়ীর সাথে শিমুল রাড়ীর জমিতে চাষাবাদের চুক্তি হয়। কিন্তু পাওনা টাকা পরিশোধে গড়িমসি করায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত ২০ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালী গ্রামে ভিকটিমের বাড়ির পেছনের ধানক্ষেতে শিমুল রাড়ী ধারালো জালার কোচা দিয়ে ওয়াজউদ্দিন রাড়ীর মাথায় একাধিকবার আঘাত করে। পরে লাথি ও আঘাতে তাকে গুরুতর আহত করে পানিতে চুবিয়ে হত্যা করে। এসময় বাধা দিলে ভিকটিমের স্ত্রীকেও মারধর করে পানিতে ফেলে দেয় অভিযুক্ত। স্থানীয়দের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। অবশেষে র্যাব-৮ ও র্যাব-১ এর যৌথ অভিযানে মামলার প্রধান আসামি শিমুল রাড়ীকে গ্রেফতার করা হয়।

স্টাফ রিপোর্টার ॥
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৪৩ অপরাহ্ণ