নিউইয়র্কে হামলা : পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৫৩ অপরাহ্ণ

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)  সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলা ও মহানগর শাখা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রথমে সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারের দোসররা আমাদের নেতৃবৃন্দের ওপর হামলা করেছে।

এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাই। পাশাপাশি রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন