ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মা জেসমিন বেগমের (৩৬) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের রিভার ইকোপার্ক সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের সাকের ভিটা নামক গ্রামের পার্শ্ববর্তী তেঁতুলিয়া নদীতে প্রতিবন্ধী ছেলে তানজিলকে (১৭) বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন জেসমিন। পরে স্থানীয়রা তানজিলকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন মা জেসমিন।
তিনি ওই গ্রামের বাসিন্দা জসিমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিনের মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদী থেকে জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:২২ অপরাহ্ণ