বরিশাল বিভাগে গত ৬ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বরিশাল ও বরগুনা জেলায় চলতি বছর শুরু থেকেই ডেঙ্গুর উচ্চ সংক্রমণের হার ছিল। আগস্টে কিছুটা নিয়ন্ত্রণ হলেও সেপ্টেম্বরে আবার বেড়েছে।
বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা কার্যালয়ের দেওয়া তথ্যা অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগের ছয় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৪৭৫ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ১২ হাজার ৭৩ জন রোগী। ৩৭৪ জন রোগী এখনো চিকিৎসাধীন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন।
মারা যাওয়া ২৮ জনের মধ্যে বরগুনার হাসপাতালে মারা গেছে ১১ জন। বাকি ১৭ জনের ১৬ জন বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজন পটুয়াখালী হাসপাতালে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বিভাগের অন্য জেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বরিশাল ও বরগুনায় সংক্রমণ আবার ভয়াবহ হচ্ছে। জুলাই-আগস্টে ধারাবাহিকভাবে ভারি বৃষ্টি হলে সংক্রমণ কম ছিল।
তবে সেপ্টেম্বরে থেমে থেমে কম বৃষ্টি হওয়ায় সংক্রমণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ধারাবাহিক ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা হলেও অল্প সময়ে নেমে যাওয়ায় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা টিকে থাকার জন্য সহায়ক নয়। কিন্তু থেমে থেমে অল্প বৃষ্টি হলে বিভিন্ন ছোট পাত্রে, নিচু জায়গায় কিংবা বাড়ির আশপাশে পানি জমে থাকে, এটি এডিস মশার লার্ভার জন্য উপযুক্ত পরিবেশ।
তিনি বলেন, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার সব ধরনের ব্যবস্থা হাসপাতালগুলোতে নিশ্চিত করা হয়েছে। কিন্তু ডেঙ্গুবাহিত মশার বিস্তার যেভাবে ঘটছে, তা নিয়ন্ত্রণে আনতে ব্যক্তিগত উদ্যোগ ও সচেতনতার বিকল্প নেই।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:১৪ অপরাহ্ণ