বাকেরগঞ্জে ওষুধের দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:০২ অপরাহ্ণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার বরিশাল কযালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রা রানী।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় হাসান মেডিকেল কে ২০ হাজার টাকা, পিজা পয়েন্ট রেস্তোরাঁয় বাসি খাবার পাওয়ায় ২ হাজার টাকা এবং দুটি মুদি দোকানে মূল্যতালিকা না থাকায় একটিতে ১ হাজার টাকা আরেকটিতে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হালিম সহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন