বরিশাল সফরে আসছেন প্রধান বিচারপতি সহ চার বিচারপতি

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৫৯ অপরাহ্ণ

বরিশাল সফরে আসছেন বাংলাদেশের ড. সৈয়দ রেফাত আহমেদ সহ চার বিচারপতি। অন্যান্য বিচারপতিরা হলেন বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি মো. জিয়াউল হক, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. তারিকুল ইসলাম।

তিনি জানান, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশালে এসে পৌঁছাবেন। এরপর বরিশালের বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন। ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় বরিশালের আদালত ভবন পরিদর্শন করবেন। দুপুর ১২ টায় ইউএনডিপির আয়োজনে বিচারিক স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন। ওইদিন বিকাল ৪ টায় কাজিরহাট থানার ৭ নং ভাসানচর হাজীকান্দা গ্রামের হাওলাদার বাড়ি যাবেন। এরপর রাতেই বরিশাল পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বরিশালে অবস্থান করবেন। এ সময় তিনি বরিশালের আদালত ভবন পরিদর্শন, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও বিচারিক স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বরিশালে অবস্থান করবেন। বরিশালের আদালত ভবন পরিদর্শন, কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন এবং বিচারিক স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদান করবেন। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপিতি মো. জিয়াউল হক আগামী ২ অক্টোবর তার নিজ বাড়ি পিঙ্গলকাঠিতে আসবেন। সেখানে কয়েকদিন অবস্থান করবেন। এরপর সেখান থেকে ৫ অক্টোবর বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

বিচারপতিদের সফর উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. কামরুল হাসান।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন