বরগুনা জেলার বেতাগী উপজেলার টাউনব্রিজের পূর্বপাড়ে ডাকবাংলার সামনে সামান্য বৃষ্টিতেই পানি জমে মারাত্মক জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকরা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে বাজারমুখী ক্রেতা-বিক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটে।
অনেক সময় রাস্তাঘাট কাদাময় হয়ে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, টাউনব্রিজের পূর্বপাড়ে জেলা পরিষদের ডাকবাংলা ও বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশ এলাকায় বর্ষার পানি জমে জনজীবন চরম দুর্ভোগে পড়ছে। এতে বাজারে ক্রেতার উপস্থিতি কমে গেছে এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন তারা। ৭৩ বছর বয়সী পথচারী মানিক মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বছরের পর বছর অভিযোগ দিয়েও কোনো ফল হয়নি।
বর্ষা এলেই আমাদের দুর্ভোগ নিত্যনৈমিত্তিক হয়ে যায়।’ বেতাগী পৌরসভার একাধিক সচেতন নাগরিক জানান, টাউনব্রিজের পূর্বপাড় এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে উপজেলা প্রশাসনিক ভবন, ডাকবাংলা ও বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। অথচ এখানকার জলাবদ্ধতা নিরসনে নেই কোনো কার্যকর উদ্যোগ।
এলাকাবাসী দ্রুত উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও টেকসই সড়ক নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, ‘ড্রেন নির্মাণ ও সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হলে জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে বলে আশা করছি।’

বেতাগী প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:১৯ অপরাহ্ণ