পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া কমিটিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে এলিজা জামান ও সদস্য হিসেবে সাবেক আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জেলা বিএনপির সব নেতাকর্মীর প্রতিও আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, এই ভিন্ন প্রেক্ষাপটে গঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কোনো ধরনের বিভেদ না রেখে সবাইকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করতে চাই।’ এর আগে গত ৩ সেপ্টেম্বর জেলা বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক ছিলেন অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্য সচিব ছিলেন গাজী ওহিদুজ্জামান লাবলু।
২০২২ সালের ১৫ এপ্রিল অধ্যাপক আলমগীর হোসেনকে আহ্বায়ক ও গাজী ওয়াহিদুজ্জামান লাবলুকে সদস্যসচিব করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
পরে একই বছরের ১৮ সেপ্টেম্বর রাতে রুহুল কবীর রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:২২ অপরাহ্ণ