বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ড গড়িয়ারপাড় সেতুবন্ধন ক্লাব সংলগ্ন সজীব ট্রেডার্স-এর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বাদ আসর সজীব ট্রেডার্স এর নিজ শাখায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সজীব ট্রেডার্স এর স্বত্বাধিকারী সজীব বেগ মিসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী রাব্বী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে পরিবেশকে ধর্মীয় ও আধ্যাত্মিক করে তোলা হয়। এরপর দেশ, জাতি, এলাকার সমৃদ্ধি এবং নতুন ব্যবসা প্রতিষ্ঠানটির সাফল্য ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ইমাম।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:১০ অপরাহ্ণ