গলাচিপা নদীভাঙ্গনরোধ মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:০৩ অপরাহ্ণ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক। রামনাবাদ নদীর স্রোতে ভাঙ্গন হতে রক্ষার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। শনিবার সকাল ১০ টার সময় আমখোলা ইউনিয়নের রামনাবাদ কোলঘেঁষা ভাংরা গ্রাম নদীর তীরে জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অসহায় মানুষ এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. কামাল হাওলাদার, আমখোলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. সোলায়মান মৃধা, শ্রমিক দলের আহবায়ক মো. জয়নাল মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা মো. আনিছুরর রহমান, যুগ্ম আহবায়ক জি, এম, সোহাগ, ছাত্র দল নেতা মো. হাবিবুর রহমান, কৃষক মো. নাছিম চৌকিদার প্রমুখ।

বক্তরা বলেন, প্রতিদিন শত শত শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগী এই সড়ক ব্যবহার করেন। এটি গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনাসহ তিন উপজেলার আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষকে পটুয়াখালী জেলা শহরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেলে জনজীবনে নেমে আসবে চরম ভোগান্তি।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন