এ দেশের মানুষের এখনো অনেকে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে জনগণ তাদের মনোনীত প্রার্থীর মুখ দেখতে পায় না। যারা এই পদ্ধতির পক্ষে, তারা আসলে নির্বাচন চায় না। তারা সময় ক্ষেপণ করে নিজেদের রাজনৈতিক সুবিধা আদায়ের পথ খোঁজে। শনিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. হায়দার আরও বলেন, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে দেশের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে আমূল পরিবর্তন আসবে। তারেক রহমানের প্রণীত ৩১ দফার মধ্যে এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রের টেকসই সংস্কারের দিকনির্দেশনা রয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান খসরু, সাবেক সভাপতি মেহেরুন্নেছা বাবুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:১৭ অপরাহ্ণ