পটুয়াখালীর দুমকিতে বিধবা নারীকে বিয়ে করানোর প্রলোভনে এক যুবকের কাছ থেকে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় চৌকিদার আনোয়ার ও ওই নারী। এ ঘটনায় ভুক্তভোগী যুবক নিজাম গাজী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীরামপুর গ্রামের মৃত শাহজাহান গাজীর ছেলে নিজাম গাজীর কাছ থেকে বিয়ের আশ্বাসে বিধবা নাসিমা বেগম ও চৌকিদার আনোয়ার যোগসাজশে অর্থ হাতিয়ে নেয়। পরে তারা গোপনে বিয়ে করে সংসার পাতেন।
ভুক্তভোগীর দাবি, নাসিমা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেছে। স্থানীয়রা জানান, আনোয়ার চৌকিদার নানা অজুহাতে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকেও অর্থ আদায় করে থাকেন। নিজাম টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত আনোয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নাসিমা তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছে। নিজামের টাকার বিষয়েও তিনি কিছু জানেন না। বরং পারিবারিক বিরোধ থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে বলে দাবি করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন।

দুমকি প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৪০ অপরাহ্ণ