বরিশালে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ৩

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে গর্ভবতী নারী সহ তিনজন আহত হয়েছেন। নগরীর ফলপট্টি ৯ নং ওয়ার্ডের ফলপট্টিতে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযোগ সূত্রে জানা যায়, ফলপট্টির স্থানীয় বাসিন্দা কানাই রবি দাসের সাথে একই এলাকরা অমল দাস ও তার পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

ওই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে অমল দাসসহ কয়েকজন কানাই রবি দাসের বসতবাড়িতে প্রবেশ করে তার স্ত্রী প্রিয়াংকা দাসকে গালিগালাজ, মারধর ও হুমকি দেয়। এসময় তার দেবর ও ভাসুরের স্ত্রীকে মারধর করে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।

কানাই রবি দাস বলেন, আমার ৫ মাসের গর্ভবতী স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেছে। পেটে লাথি মেরেছে। গর্বের বাচ্চার সমস্যা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

শেবাচিম হাসপাতালে ভর্তি আহত নারী প্রিয়াংকা দাস বলেন, আমি গর্ভবতী জেনেও তারা আমার পেটে লাথি মারে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার বলছেন বাচ্চারও সমস্যা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন