গলাচিপা-পটুয়াখালী সড়কের ইপিজেড গেটসংলগ্ন কালভার্টের উত্তর পাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।নিহতরা হলেন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের বারেক মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (৫০) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের জলিল মিস্ত্রির ছেলে মোটরসাইকেলচালক শামিম (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার মারা যান।
পরে প্রত্যক্ষদর্শীরা মোটরসাইকেল চালক শামিমকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। পটুয়াখালী থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেঘনা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

গলাচিপা প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:১৩ অপরাহ্ণ