বাউফলে ২৫ বছর পর ক্রীড়াসামগ্রী পেল মাদরাসা

বাউফল প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:১৩ অপরাহ্ণ

দীর্ঘ ২৫ বছর পর ক্রীড়াসামগ্রী পেয়েছে পটুয়াখালী বাউফল উপজেলার মাদরাসাগুলো। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম উপজেলার ১২ মাদরাসাপ্রধানের হাতে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট, হেলমেট, নেট, গ্লাভস, স্টাম, ব্যাডমিন্টন সেটসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম তুলে দেন।

এর আগে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়ার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালশুরী পোনাহুরা মাদরাসার অধ্যক্ষ আল মামুন বলেন, ‘বিগত ২৫ বছরে ক্রীড়া পরিষদ থেকে খেলাধুলার কোনো সরঞ্জাম পাইনি। উপজেলা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয় এ তথ্য আমার জানা ছিল না।’

কারখানা দারুল ইসলাম মাদরার অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘চাকরি জীবনের ৩৫ বছরে চোখে দেখিনি খেলাধুলার সামগ্রী কেমন। এই সরকারের দায়িত্বশীল কর্মকর্তার বদৌলতে আজ দেখলাম ও পেলাম।’ গোসিংগা রশিদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ইউসুফ বলেন, ‘ক্রীড়া পরিষদ থেকে খেলাধুলার সরঞ্জাম পেয়ে আমরা আনন্দিত।

বিগত ২৫ বছরে এমন উদ্যোগের কোনো খবরও পাইনি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিসভায়, একাডেমিক সুপারভাইজার নুরুনবীসহ উপজেলার ৬৭টি মাদরাসা ও ৬১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানরা উপস্থিত ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন