পিরোজপুরের কাউখালীতে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৫৬) লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের কালিগঙ্গা নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নজরুল ইসলাম কাউখালী উপজেলার পার্শ্ববর্তী নেছারাবাদ থানার সেহাঙ্গল গ্রামের শাজাহান হোসেনের ছেলে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সন্ধ্যা নদীতে মাছ ধরতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
নৌপুলিশ সূত্র জানায়, বুধবার সকাল ৯টার দিকে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের কালিগঙ্গা নদীর চরে নজরুলের লাশ পড়ে থাকতে দেখে নৌপুলিশকে খবর দেন স্থানীয় জেলেরা। পরে নৌপুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে তা উপজেলার লঞ্চঘাটে নৌপুলিশ দপ্তরে নিয়ে আসে।
এ ব্যাপারে কাউখালীতে কর্মরত নৌপুলিশের উপপরিদর্শক নিয়াজ মোর্শেদ বলেন, জেলেদের মাধ্যমে খবর পেয়ে আমরা জেলের লাশ কালিগঞ্জ নদীর চর থেকে উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের আদেশক্রমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:০৯ অপরাহ্ণ