গোলাপ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরন করে নিলো ছাত্রদল

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:১৬ অপরাহ্ণ

গোলাপ ফুল, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট, কলম ও চকলেট দিয়ে একাদশ শ্রেনীর নবীন শিক্ষার্থীদের বরন করে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতাকর্মীরা এ ব্যতিক্রমধর্মী আয়োজন করে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজ ক্যাম্পাসে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করেছেন ছাত্রদলের কলেজ শাখার নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন-জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কায়েস আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য জোবায়ের আল মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম সন্যামত, কলেজ ছাত্রদলের সভাপতি সজিব শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক তুফান সিকদার, সাংগঠনিক সম্পাদক পুস্পা আক্তার, ক্রীড়া সম্পাদক নাহিদ ইসলামসহ অন্যান্যরা।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন