দীর্ঘদিনের অবহেলিত রাস্তা মেরামত করলেন জামায়াত নেতা

চরফ্যাশন প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৫৪ অপরাহ্ণ

চরফ্যাশন ও লালমোহন উপজেলার সংযোগ সড়কের দিনার ব্রিজ সংলগ্ন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্নদা প্রসাদ গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল।

প্রায় দেড় যুগ ধরে অবহেলিত এ রাস্তা জামায়াতে ইসলামী নেতা আলমগীর হোসেন সোহাগের উদ্যোগে মেরামতের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তা মেরামতের কাজ উদ্বোধন করেন জামায়াতে ইসলাম সমর্থিত ভোলা-৩ আসনের এমপি পদপ্রার্থী ও বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম এবং চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সোহাগ।

স্থানীয়রা জানান, কাদাযুক্ত ও ভাঙাচোরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে মানুষ দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছিল। বিশেষ করে হিন্দু অধ্যুষিত অন্নদা প্রসাদ গ্রামে সহস্রাধিক মানুষ বসবাস করে। তাদের বাজার, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে চরফ্যাশন সদর হাসপাতাল বা ভুইয়ারহাটে যেতে হলে এ রাস্তাটি ব্যবহার ছাড়া কোনো বিকল্প ছিল না। শাহাদাতের দোকান থেকে জিএম বাজার পর্যন্ত কয়েকশো গজ রাস্তার বেহাল অবস্থায় বছরের পর বছর দুর্ভোগে কাটলেও এতদিন তা মেরামতের উদ্যোগ কেউ নেয়নি।

উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় চিত্ত রঞ্জন দাস বলেন, “কত বছর ধরে কেউ রাস্তাটি ঠিক করেনি। জামায়াতে ইসলামী এই উদ্যোগ নেওয়ায় আমাদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

জামায়াত নেতা আলমগীর হোসেন সোহাগ বলেন, “এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার শিশু, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ ও রোগীরা চরম কষ্টে চলাচল করত। জামায়াতে ইসলামী’র সহযোগিতায় আমি উদ্যোগ নিয়ে ইট ও বালি দিয়ে রাস্তাটি মেরামত করছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন