বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:৫২ অপরাহ্ণ

বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কবীর আকন ও জব্বার বেপারী। তারা হিজলা উপজেলার পূর্বকোড়ালিয়া গ্রামের বাসিন্দা।

ঘটনাপ্রবাহ:
এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ জুলাই সকালে পূর্বকোড়ালিয়া গ্রামের আব্দুল হক বেপারীর মেয়ে খাদিজা আক্তার (১৮) চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে পাশের একটি বাগানে নিয়ে যায় আসামিরা। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে খালের পানিতে ফেলে রাখা হয়। পরদিন (২৯ জুলাই) বিকেলে স্থানীয় শিলনিয়া খাল থেকে খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত খাদিজার মামা মোক্তার হোসেন রাড়ী (পিতা— মৃত আব্দুস ছত্তার রাড়ী, গ্রাম— মাসকাটা) বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করেন।

তদন্ত ও আদালতের রায়:

মামলার তদন্তে পুলিশ আসামি কবীর আকন ও জব্বার বেপারীর বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পেয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে তদন্ত শেষে দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

মামলায় ১৮ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে দীর্ঘ ১২ বছর পর আজ আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন