বাংলাদেশ পুলিশের কল্যাণে ইলেক্ট্রো মার্ট গ্রুপের কনকা ও গ্রী লোগো সম্বলিত ছাতা উপহার

স্টাফ রিপোর্টার ॥
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৪১ অপরাহ্ণ

সম্প্রতি বাংলাদেশ পুলিশ বাহিনীর কল্যাণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এক হাজার ছাতা উপহার হিসাবে প্রদান করেন ইলেক্ট্রো মার্ট গ্রুপ।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির হাতে কনকা ও গ্রী লোগো সম্বলিত এসব ছাতা হস্তান্তর করেন গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ সেলিম।

ইলেক্ট্রো মার্ট গ্রুপ দীর্ঘ দিন ধরে বাংলাদেশে অত্যন্ত সুনাম এবং আস্থার সাথে ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণন কার্যক্রম পরিচালনা করছে। গ্রুপটি বর্তমানে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করছে যাচ্ছে।

এছাড়া গ্রুপটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্ঠান যেমন- স্কুল, কলেজ, মাদ্রাসা, এবং দাতব্যমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন